সোনারগাঁয়ের আশিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক রিমান্ডে - আজকের সংবাদ

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

demo-image

সোনারগাঁয়ের আশিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক রিমান্ডে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

1000225820

মোঃ নুর নবী জনিঃ-
বৈষম্য বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত ।


গতকাল বুধবার সকালে শুনানি শেষে নারায়ণগঞ্জের জেষ্ঠ্য বিচারিক হাকিম নূর মোহসীন এ আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান।


পুলিশ এই মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে যুক্তি উত্থাপনের পরে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে সকালে আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। 


মামলার বিবরণে জানা যায়, গত ৪ অগাস্ট বিকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গুলিবিদ্ধ হন পরিবহন শ্রমিক মো. আশিক মিয়া (২০)৷

পরদিন ৫ আগষ্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার গোকুলনগর পশ্চিমপাড়ায় তাকে দাফন করা হয়৷

৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ২২ অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১২২ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত আশিকের মা কুলসুম বেগম ৷

এই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৪ নম্বর আসামি।

Post Bottom Ad

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *