আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-নারায়ণগঞ্জের আড়াইহাজার উচিৎপুরা ইউনিয়নের টগুরিয়া পাড়া এলাকায় একটি বাড়ীতে ডাকাতি করে চলে যাবার সময় আরমান (২৬) নাম এক ডাকাতকে হাতেনাতে আটক করে পুলিশ সাপর্দ করছে জনতা।
আটককৃত ডাকাত আরমান উপজলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়াদী এলাকার লিয়াকতের পুত্র। তা ছাড়া একই রাতে আড়াইহাজার বাজারের খোরশিদ আলম মার্কেটের হারুণ ভূঁইয়ার ভ্যারাইটিজ ষ্টোরের টিনের চালা কেটে চুরির ঘটনা ঘটেছে। মার্কেটটি বর্তমান আড়াই হাজার থানা কার্যালয় থেকে মাত্র ৫০ গজ দূরে।
এবিষয়ে আনিস ডাক্তারর পুত্র আল আমিন জানান, রাত অনুমান আড়াইটার দিকে ২০/২৫ জনের একদল মুখােশ পরিহিত ডাকাত তার বাড়ীত সশস্ত্র হামলা চালায়। এ সময় তারা ঘরের দরজা ভেঙ্গপ ভিতর প্রবেশ করে ঘরে থাকা পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত পা বেঁধে নগদ এক লাখ টাকা, সাড় ৪ ভরি ওজনর স্বর্ণালংকার, চারটি মাবাইল সট সহ অন্যান্য মালামাল লুট নয়।ডাকাত দল চল যাবার সময় একটি অটা রিকসা নিয়ে চলে যাওয়ার সময় এলাকাবাসি ওই ডাকাতক অটা সহ ধরে ফেলে এবং তাকে পুলিশে সাপর্দ করে।
এদিকে থানা কার্যালয়ের মাত্র ৫০ গজ দূরে খােরশিদ আলম সুপার মার্কটের একটি ভ্যারাইটজ ষ্টাের টিনের চালা কেটে জামাকাপড়, জুতা, ইত্যাদী প্রায় ৪/৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। রিলােড নামের ওই দাকানের মালিক হারুণ ভূঁইয়া জানান, এর আগে এমন ঘটনা আর ঘটনি। থানার কর্যালয়ের এত কাছ এমন একটি ঘটনায় তিনি হতবাক। তা ছাড়া বেশ কিছু দিন ধর আড়াইহাজার চুরি ডাকাতির ঘটনা ব্যাপক হারে বদ্ধ পেয়েছে বলে এলাকাবাসি জানায়।
আড়াইহাজার থানার ওসি ( তদন্ত) সাইফুদ্দিন জানান, এক ডাকাতকে জনতা আটক করছে। বাকীদেরক গ্রফতারের এবং মালামাল উদ্ধারর চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন আছ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন