ইউএনও ফারজানা রহমানের উদ্যোগে সোনারগাঁয়ে " মিড ডে মিল " কার্যক্রমের উদ্বোধন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ইউএনও ফারজানা রহমানের উদ্যোগে সোনারগাঁয়ে " মিড ডে মিল " কার্যক্রমের উদ্বোধন


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমানোর লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের উদ্যোগে " মিড ডে মিল" চালু করা হয়েছে। 


প্রথম পর্যায়ে উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মঙ্গলবার (২৯ শে এপ্রিল) দুপুরে ৩০ টি বিদ্যালয়ে এ "মিড ডে মিল" এর আয়োজন করা হয়।


প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার হ্রাস পাবে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় মননিবেশ করার আগ্রহ প্রকাশ করবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ১ম পর্যায়ে ৩০ টি বিদ্যালয়ে এ আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের সহায়তায় এ কার্যক্রমকে স্থায়ী রূপ দেয়া হবে। তিনি বলেন কোন শিক্ষার্থীকে যেনো দুপুরে না খেয়ে থাকতে না হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার শূন্যের কোঠায় নামিয়ে আনাই মূল লক্ষ্য বলে জানান।



ইউএনও আরোও বলেন, প্রতিটি বিদ্যালয়কে দৃষ্টিনন্দন ও শিক্ষার্থীদের পড়ার জন্য উপযুক্ত পরিবেশ করার জন্য বিদ্যালয়ের আঙ্গিনায় ফুলের বাগান করার কার্যক্রম হাতে নিয়েছি৷  ইতোমধ্যেই ৩০টি বিদ্যালয়ে এ কার্যক্রম দৃশ্যমান। এসব কার্যক্রম আমি নিজে থেকে উদ্বোধন করেছি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭