নিজস্ব প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাকিল সাইফুল্লাহ তার পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।
সোমবার বিকেলে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন তিনি।
তিনি সংগঠনের প্রতি নীতি-নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করে বলেন, দায়িত্ব পালনকালীন সময়ে তিনি সাধ্যানুযায়ী সংগঠনকে ধারণ করেছেন এবং মানুষের জন্য কাজ করেছেন।
বর্তমানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গঠিত নতুন রাজনৈতিক দল ‘এনসিপি’-তে যোগদানের লক্ষ্যে তিনি কোনো ব্যক্তিগত বিরাগভাজনতা ছাড়াই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্যে তিনি সংগঠনের কাছে অব্যাহতি চেয়ে সানুগ্রহ অনুমতি প্রদানের জন্য আবেদন জানিয়েছেন।
মোঃ শাকিল সাইফুল্লাহ তার আবেদনে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন