সোনারগাঁয়ে খেলাঘরের ৭৩ তম প্রতিষ্ঠাবর্ষ পালন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ২ মে, ২০২৫

সোনারগাঁয়ে খেলাঘরের ৭৩ তম প্রতিষ্ঠাবর্ষ পালন



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা খেলাঘর আসরের আয়োজনে শিশু কিশোরদের মেধা বিকাশে কাজ করা দেশের প্রাচীণ ও সর্ববৃহৎ জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’র ৭৩ তম প্রতিষ্ঠাবর্ষ পালন করা হয়েছে। আলোচনা সভা, কেক কাটা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার (২ মে) সকালে উপজেলা শিল্পকলা একাডেমীতে এই প্রতিষ্ঠাবর্ষ পালন করা হয়।

সোনারগাঁ উপজেলা খেলাঘর আসর আয়োজিত খেলাঘরের প্রতিষ্ঠাবর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘খেলাঘর’ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় শিশুতোষ টিভি শো ‘সিসিমপুরের কান্ট্রি ডিরেক্টর শাহ আলম। সোনারগাঁ উপজেলা খেলাঘর আসরের সহ-সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিতে ও সম্পাদক মন্ডলির সদস্য কাজল বনিকের সঞ্চালনায় প্রতিষ্ঠাবর্ষের আলোচনায় প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা খেলাঘর আসরের কোষাধ্যক্ষ সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, সম্পাদক মন্ডলির সদস্য মিলন হোসেন, আলেয়া আক্তার, সংগঠক দোলন আহম্মেদ, কাজী লিটু প্রমূখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খেলাঘরের সদস্য শিখা রানী, রবি রায়, দিলীপ কুমার, আলেয়া আক্তার নীতুসহ অনেকে। বক্তারা খেলাঘর প্রতিষ্ঠার উদ্দেশ্য, প্রতিষ্ঠাতা ও দেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, কবি এবং খেলাঘরের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদের কথা এবং খেলাঘরের জন্মঘর ‘দৈনিক সংবাদ’র কথা তুলে ধরেন। ‘গান কবিতা স্মৃতিকধার আয়োজন’ ব্যানারে প্রতিষ্ঠাবর্ষের আলোচনা শেষে শিশু কিশোরদের নিয়ে কেক কাটা হয় এবং এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭