মোগরাপাড়া ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রহমত উল্লাহ ও রাজা মিয়ার প্রার্থীতা বাতিল
আজকের সংবাদ ডেস্কঃ-আগামী ১৫ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তারই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
যাচাই-বাছাই কার্যক্রম পর্বে মোগরাপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ইউসুফউর রহমান।
যাচাই-বাছাইকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ইউসুফ রহমান জানান মোগরাপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন গাজী রহমত উল্লাহ তিনি নিজে একজন প্রার্থী হয়ে অন্য আরেক জন প্রার্থী গাজী রাজা মিয়ার সমর্থনকারী হওয়ায় তাদের দুজনেরই প্রার্থীতা বাতিল করা হয়েছে। এমনত অবস্থায় এই ওয়ার্ডে এখন দুইজন মেম্বার প্রার্থী রয়েছেন তাদের মধ্যেই নির্বাচনী ভোটযুদ্ধ হবে বলে তিনি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন