সোনারগাঁয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট সেমিফাইনালে জামপুর ও নোয়াগাঁ ইউপি একাদশ
সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়নগঞ্জ সোনারগাঁয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলায় জামপুর ইউনিয়ন একাদশ বনাম সন্মানদী ইউনিয়ন একাদশ এর খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৮মে) সোনারগাঁ উপজেলার শেখ রাসেল স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় খেলায় নির্ধারিত সময়ের মধ্যে সনমান্দী ইউনিয়ন একাদশ জামপুর ইউনিয়ন একাদশ ১-১-গোল করে ড্র করেন, পরে টানটান উত্তেজনায় ট্রাইবেকারের ৩ গোল নিশ্চিত করেন বিজয়ী হন জামপুর একাদশ।
এর আগে সাদিপুর ইউনিয়ন কে ১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেন নোয়াগাঁও ইউনিয়ন।এসময় ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মিলন বাবু সেলিম প্রধান।
এ সময় বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলায় দর্শক গ্যালারিতে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, সোনারগাঁও উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এমপি খোকার সহধর্মিণী মিসেস ডালিয়া লিয়াকত।
এসময় আরও উপস্থিতি ছিলেন,জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভুইয়া,সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালিব ভুঁইয়া,জামপুর ইউপি সদস্য সানাউল্লাহ, ইউপি সদস্য বদরুজ্জামান বদু, জেলা তাঁতী লীগের সহ সভাপতি দেওয়ান কামাল,পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,জনবাণী সোনারগাঁ প্রতিনিধি সাংবাদিক মোঃ নুর নবী জনি,সাংবাদিক হাবিবুর রহমান ও উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষসহ অন্যান্য গণ্যমান ব্যাক্তিবর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন