করোনার দ্বিতীয় ঢেউয়ে ইঞ্জিঃ মাসুমের ত্রান বিতরণ,এমপির ত্রানের আশায় অসহায় দুস্থ পরিবার, - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

করোনার দ্বিতীয় ঢেউয়ে ইঞ্জিঃ মাসুমের ত্রান বিতরণ,এমপির ত্রানের আশায় অসহায় দুস্থ পরিবার,


করোনার দ্বিতীয় ঢেউয়ে ইঞ্জিঃ মাসুমের ত্রান বিতরণ,এমপির ত্রানের আশায় অসহায় দুস্থ পরিবার


আজকের সংবাদ ডেক্সঃ মানবতার ফেরিওয়ালা খ্যাত সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম আবারও করোনা ভাইরাসে লক ডাউনে কর্মহীন অসহায় ও গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে নেমেছেন।


বৃহস্পতিবার(২২শে এপ্রিল) সকালে মেঘনা শিল্পাঞ্চল স্কুল এন্ড কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের মাঝে এ সামগ্রী প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার সোহেল রানা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন,  আওয়ামীলীগ নেতা আবু হানিফ, মাসুম বিল্লাহ, কামাল হোসেন, আলম চাঁন, শাহিন কামাল প্রমূখ।


করোনার দ্বিতীয় ঢেউয়ের লকডাউনে সোনারগাঁয়ের কোথায়ও দেখা নেই ত্রানের নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে জাগান দিয়েছে কবে তারা ত্রান সহায়তা পাবে তারই প্রতিফলন ঘটলো পিরোজপুর ইউনিয়নে আজ ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম তার নিজস্ব অর্থায়নে তিনশতাধিক অসহায় দুস্থ গরীব পরিবারে মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরন করেন।

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই মানবতার প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলকে আরো শক্তিশালী করতে মাঠপর্যায়ে কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। প্রথম পর্যায়ে ঘোষিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ‘মানবিক সহায়তা সেল’- এর আওতায় খাদ্য সহায়তা বিতরণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রথমধাপের করোনায় পর্যাক্রমে সোনারগাঁয়ের সকল ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের হাতে খাদ্য সহায়তা পৌছাতে পেরেছি। আমাদের এ মানবিক সহায়তা সেলের কার্যক্রম অব্যাহত থাকবে।

অপর দিকে গত বছর সোনারগাঁ উপজেলার প্রতিটি ইউনিয়নেই সরকারি বেসরকারি ও স্থানীয় এমপি মানবতার আরেক ফেরিওয়ালা খ্যাত লিয়াকত হোসেন খোকার নিজস্ব তহবিল থেকে ত্রান সামগ্রী বিতরণ করেছিলেন।সেই ইউনিয়ন গুলোর নিম্ন ও মধ্যবিত্ত মানুষগুলো তাকিয়ে আছে কবে তারা ত্রান  সহয়তা পাবে।

এদিকে মোগরাপাড়া চৌরাস্তার জৈনেক রিক্সা ও সিনএজি চালকরা জানান,আজ হুনলাম মেঘনা ত্রান বিতরণ করছে অথচ গতবছর এমপি খোকার কাছ থেকে আমরা আর্থিক সাহায্যেসহ ত্রান সামগ্রী উপহার পেয়েছিলাম আল্লাহ জানে আমরা এইবার পামুকিনা, হুনছি এমপি সাহেবের লোকরা নাকি হুজুরগো মামলা খাইয়া দৌড়ের আগায় রইছে,এহন এমপি সাহেব থাকলে তো আমগোও ত্রান দিতো।দোয়া করি আল্লাহ এমপি সাহেবকে হেফাজত করুক।


এদিকে দুস্থ অসহায় গরিবরা মেঘনার ত্রানের কথা লোকমুখে শুনে মোগরাপারা চৌরাস্তার এমপি খোকার নিজস্ব কার্যালয়ের নিচে ভীর জমায় ত্রানের আসায় পরে ফিরে যেতে হয় বিমুখ হয়ে। তারা বলেন গতবছর তো অনেক ত্রান সহয়তা পাইছি এমনকি ঈদ উপহার ও পাইছি এবার কি পামু নাকি লক ডাউনে কাজকাম নাই কেমনে চলমু মনে করলাম এমপি সাহেব ও ত্রান দিতাছে তাই সবাই মিলে আইলাম,আইয়া দেহি এমপি ই নাই,এহন মন খারাপ কইরা সবাই চইলা যাইতাছি।

এসময় দেখা যায় এমপি খোকার জন্য তারা দুহাত তুলে দোয়া করছেন।

 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭