নিজস্ব প্রতিনিধিঃ-অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ মে) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১২ই এপ্রিল সন্ধ্যায় ওই কিশোরীর গোসলখানায় প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ফারুক। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ফারুক পালিয়ে যায়। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।
ভুক্তভোগীর মা জানান, ফারুক দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে তার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে সে গোসলখানায় ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন