সোনারগাঁ চৌরাস্তা টু থানা সড়কে নির্মাণকাজের জন্য বিকল্প সড়ক চলাচলের সওজের আহ্বান - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ৭ মে, ২০২৫

সোনারগাঁ চৌরাস্তা টু থানা সড়কে নির্মাণকাজের জন্য বিকল্প সড়ক চলাচলের সওজের আহ্বান


নিজস্ব প্রতিবেদকঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের সড়ক বিভাগাধীন মোগরাপাড়া-আনন্দবাজার সড়কে (বৈদ্যেরবাজার লিংক সড়কসহ) সংস্কার ও উন্নয়ন কাজ চলমান রয়েছে। 


সড়কটির ১ম কিলোমিটার থেকে ৪র্থ কিলোমিটার পর্যন্ত অংশে পেভমেন্ট মেরামত, ড্রেন নির্মাণ এবং রিজিড পেভমেন্ট নির্মাণকাজ শুরু হয়েছে। 


নির্মাণ কাজের অংশ হিসেবে চিলারবাগ পার্ক মোড় থেকে হাতকোপা খালপাড় পর্যন্ত এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।


সরকারি কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে এই অংশে চলাচল বন্ধ রাখা হবে এবং এতে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ। বিকল্প সড়ক হিসেবে হালকা যানবাহনের জন্য চৈতি/ টির্পদী-সোনারগাঁ জাদুঘর-আমিনপুর-উদ্ধবগঞ্জ সড়ক এবং ভারী যানবাহনের জন্য আনন্দবাজার-বারদী-তালতলা-মদনপুর/আড়াইহাজার সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।


এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “সরকারি স্বার্থে চলমান এই প্রকল্পের কাজের জন্য সাময়িক অসুবিধার সৃষ্টি হলেও, জনগণের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।”

সওজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭