নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনে-দুপুরে প্রকাশ্যে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ।
জানা গেছে, ছিনতাইকারীরা সাদা প্রাইভেটকার দিয়ে অটোরিকশা থামিয়ে নারী যাত্রীর সাড়ে ৭ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
মঙ্গলবার (৬ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী রোমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভূক্তভোগী রোমা আক্তার বলেন, মঙ্গলবার সকালে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত ইসলামি ব্যাংক থেকে সাড়ে ৭ লক্ষ টাকা উত্তোলন করে অটোরিকশা যোগে ছোট সাদিপুর ব্র্যাক এনজিও অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলাম।’
এ সময় বহনকারী অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এনজিও অফিস মুখি রাস্তার সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি সাদা রংয়ের প্রাইভেটকার আমাদের পথ গতিরোধ করে। পরে সঙ্গে থাকা সাড়ে ৭ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে ঢাকামুখী সড়কের দিকে পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, ঘটনাস্থলে আমাদের টিম পার্শ্ববর্তী একটি কারখানার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলেও অস্পষ্টতার কারণে গাড়ি নাম্বার ও ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।
তবে ইসলামি ব্যাংক ও মহাসড়কে থাকা অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। অতি শিগগিরই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে জানান তিনি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন