মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নারী মাদক ব্যবসায়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চরশেহারী এলাকার মৃত শামসুদ্দিন মিয়ার মেয়ে ও হাবুল মিয়ার স্ত্রী মোসাঃ মঞ্জিলা (৩০)।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে গাড়ী এবং যানবাহন তল্লাসীকালে ওই নারীর হাতে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগসহ মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে যাত্রী ছাউনির সামনে এলে তার গতিবিধি সন্দেহ হলে তাকে ডাক দিলে সে পালানোর চেষ্টা করে। পরবর্তিতে তাকে আটক করলে নারী পুলিশ দিয়ে তার তল্লাসীতে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৮০ হাজার টাকা। আটককৃত নারীর নামে এর আগেও ৩ টি মাদক মামলা আছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন