নিউজ ডেক্সঃ-ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আসা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের শাড়ি, চাদর, থ্রি পিস এবং লেহেঙ্গা কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার রাতে নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে একটি ট্রাক তল্লাশি করে কাপড়গুলো জব্দ করা হয়। এসময় ট্রাকের চালককে আটক করা হয়।
শনিবার(২৩ নভেম্বর) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(২২ নভেম্বর) রাতে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ট্রাককে ধাওয়া করে চালকসহ ট্রাকটি আটক করা করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ভারতীয় পাঁচ হাজার ৩৩৮ পিস শাড়ি, এক হাজার ২৪৫ পিস চাদর, ১৮৬ পিস থ্রি পিচ ও ২৯ পিস লেহেঙ্গাসহ ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ৪ লাখ ৮৭ হাজার টাকা। তিনি আরও বলেন, জব্দকৃত মালামাল, ট্রাক ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন