সোনারগাঁয়ে বসুন্ধরার কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১০ শ্রমিক - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সোনারগাঁয়ে বসুন্ধরার কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১০ শ্রমিক


সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
:-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা পেপার মিলস লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন৷

তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন৷

রোববার (২৪ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে কারখানার কর্মীরা৷

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধ কর্মীদের বরাতে বলেন, “কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে মিস ম্যাচ হয়ে পাইপলাইনে বিস্ফোরণ হয়৷ এ বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ দশজন শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন৷

আহতদের শরীরের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে৷

দগ্ধরা হলেন- মো. আরিফ (২৭), মো. হাসান (২২), বিপ্লব (২৮), মো. নূর আলম (২৩), মো. তাহমিদ শেখ (৪০),  মো. তন্ময় (২৫), চঞ্চল (২৬),  আল আমিন (২৪), মো. হাসান (১৮) ও মো. শাওন (২০)৷

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (নারায়ণগঞ্জ-২) উপসহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, “কারখানাটি থেকে আগুনের খবর জানানো হয়৷ কিন্তু ফায়ার ইউনিটের রওয়ানা হবার আগেই আবার আগুন নিভে গেছে বলে জানানো হয়৷ তখনও বিস্ফোরণ বা দগ্ধের বিষয়টি জানানো হয়নি৷ ফায়ার সার্ভিসের একটি ইউনিট পরে ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷ প্রাথমিক তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, সকাল ১০টায় গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক তাঁদের নিজস্ব ফায়ার ইউনিট আগুন নিভিয়ে ফেলে। এঘটনায় দগ্ধ ১০ জনকে রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭