নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাব্বি মিয়া (২৯) নামে এক মাদক ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৯ জুন) রাত ৯ টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিস এলাকায় এ ঘটনা ঘটে।
রাব্বি মিয়া ওই এলাকার সানাউল্লা বেপারির ভাড়াটিয়া ও চাঁদপুর সদর এর ছিরামদী গ্রামের আক্কাস আলীর ছেলে।
রাব্বির মা শাহানারা বেগম জানান, রাতে স্থানীয় মাদক ব্যবসায়ী পিয়ালের নেতৃত্বে রাব্বি মিয়াকে বাড়ী মজলিস এলাকায় ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় মাদক ব্যাবসায়ীরা কুপিয়ে হত্যা করেছে। এসময় আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন