বন্দর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে--এসপি রাসেল - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ৭ মে, ২০২৪

বন্দর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে--এসপি রাসেল


মোঃ নুর নবী জনিঃ-আজ বুধবার প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন উপলক্ষ্যে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।


গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়। এরপরই উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫৪ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান পুলিশ ও আনসারসহ দায়িত্বপ্রাপ্তরা। এছাড়া নির্বাচনের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।


অত্র উপজেলায় ৩৫৭ টি ভোট কক্ষে ১ লক্ষ ১৫ হাজার ৫৬৪ জন ভোটার তাদের ভোটদান করবেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠ ও সুন্দর করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তত রয়েছে। 


এ বিষেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। ৫৪ টি ভোট কেন্দ্রে ৫ শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি ৭শত আনসার সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবে। এছাড়া পুলিশের ৮ টি টহল দলসহ বিজিবি ও র‍্যাব সদস্য স্ট্রাইককিং ফোর্সসহ ১০ জন ম্যাজিট্রেট দায়িত্ব পালন করবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে কোন প্রার্থী বা তার লোকজন বাঁধা সৃষ্টি করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহন করবে বলেও জানান তিনি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭