মেঘনা সেতুর টোল প্লাজায় ৬টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন বুথ চালু - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

মেঘনা সেতুর টোল প্লাজায় ৬টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন বুথ চালু


নিজস্ব প্রতিনিধিঃ
- ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজট মুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোল প্লাজার ছয়টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) টোল আদায় বুথ পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। 


গতকাল মঙ্গলবার বিকেলে নবনির্মিত টোল প্লাজা-২ এর ইটিসি বুথে পরীক্ষামূলক যানবাহন চলাচল চালু পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব এবিএম আমিন উল্লাহ নূরী।


এসময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান,  নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকোশলী শাহানারা ফেরদৌস সহ অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শন শেষে সচিব বলেন, ঈদকে সামনে রেখে  মহাসড়কে যানজট মুক্ত রাখতে মেঘনা সেতু ২য় টোল প্লাজায় আরো ৬টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) টোল আদায়ের বুথ পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। এ সেতুতে ১২টি টোল আদায় বুথের সবগুলোতে টোল কালেকশন (ইটিসি) আওতায় রয়েছে। সকল পরিবহনের মালিক ও চালককে (ইটিসি) মাধ্যমের টোল কালেকশন দেওয়ার অনুরোধ জানান। এতে সময় বাঁচবে ও যানজটমুক্ত থাকবে সড়ক। পর্যায়ক্রমে দাউদকান্দি সেতুর টোলপ্লাজায় সব বুথে ইটিসি চালু করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭