নিজেস্ব প্রতিনিধিঃ-স্কুল পড়ুয়া নবম শ্রেণির ছাত্রী (১৫) কে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভা ভট্টপুর এলাকায়। ঘটনা জানাজানি হলে ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
এঘটনায় মঙ্গলবার দুপুরে ধর্ষক ফুলচান (৬০) কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর দাদা আমির হোসেন।
অভিযোগসুত্রে জানা যায়, গত রোববার (৭ জানুয়ারি) জোরপূর্বক ধর্ষণ করার একপর্যায়ে স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করবে এমন সিদ্ধান্ত নেয়। পরে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি বলার পর এলাকায় জানাজানি হলে ধর্ষক ফুলচান বাড়ি থেকে পালিয়ে যায়।
অপরদিকে আসামি ফুলচানের ছেলে সিফাত বলছে, আমার বাবা এমন কোন কাজ করতে পারেনা। এগুলো মিথ্যা এবং বানোয়াট। যদি এ ঘটনা ঘটে থাকে তাহলে আইন যা শাস্তি দিবে আমরা মাথা পেতে নিবো।
এবিষয়ে সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এস আই পংকজ কান্তি সরকার জানান, ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন