সোনারগাঁ প্রতিনিধি : পুলিশের অভিযানকালে স্ট্রোক করে নুরুল ইসলাম (৬০) নামে এক মাদক ব্যবসায়ী মারা গেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদি এলাকায়।
নিহত নুরুল ওই এলাকার মৃত ফালু মিয়ার ছেলে ও এলাকায় গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত।
মৃত নুরুলের মেয়ে মিথিলা আক্তার (২৬) জানান, সোমবার সন্ধ্যায় নুরুলের বাড়িতে অভিযান চালায় সোনারগাঁ থানার তালতলা পুলিশ ফাঁড়ির এএসআই মো. ইলিয়াস হোসেনসহ সাদা পোশাকে আরো দুই কনস্টেবল। এ সময় তল্লাশি চালিয়ে বাড়ির মধ্যে কোনো মাদকদ্রব্য না পেয়ে নুরুলকে থানায় নিতে টানা-হেঁচড়া শুরু করে তারা। এতে হঠাৎ অসুস্থ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। নুরুলের বুকে ওপেন হার্ট সার্জারি রয়েছে। তাই প্রায়ই অসুস্থ থাকতেন তিনি।
এদিকে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এএসআই মো. ইলিয়াস হোসেনকে আটকে রেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুব আলম ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ঘটনাস্থলে উপস্থিত হন।
এবিষয়ে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, নূরুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার জানামতে, একাধিকবার পুলিশ তাকে গাঁজাসহ আটক করেছে। পুলিশ এবারও তাকে আটক করতে এসেছিল।
এবিষয়ে ওসি মাহাবুব আলম বলেন, বাড়িতে পুলিশ যাওয়ার পর ভয়ে স্ট্রোক করে মারা যান মাদক ব্যবসায়ী নুরুল ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- অঞ্চল) শেখ বিল্লাল হোসেন বলেন, পুলিশ নির্যাতনে হত্যার ঘটনা সত্য নয়। অভিযানে মাদক না পেয়ে পুলিশ ফেরার পর ওই ব্যক্তি মারা গেছেন। খবর পেয়ে পুলিশের ওই সদস্যরা তাঁদের বাড়িতে আবার যান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন