মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সারে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ান উল ইসলামের এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় দিবস দু’টি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম,কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রেজাউল হক,সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্বা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, সাদীপুর ইউপি চেয়ারম্যান আঃরশিদ।
এছাড়াও আরো উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব,মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান,সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার,মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুুন,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান,ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার আনোয়ারা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী,রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,স্থানীয় সাংবাদিক বৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন