রায় ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে র‌্যাব-১১র হাতে হত্যা মামলার আসামি গ্রেফতার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ২৮ মে, ২০২৩

রায় ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে র‌্যাব-১১র হাতে হত্যা মামলার আসামি গ্রেফতার


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই এর যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে দীর্ঘ ২২ বছর যাবত পলাতক থাকা বড় ভাইয়ের হত্যাকারী আসামী ছোট ভাই ‘আমির হামজা কে গ্রেফতারকরেছে ’র‌্যাব-১১র একটি অভিযানিক দল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার কিউটপল্লী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব জানায়, নিহত জয়নাল আবেদীন এবং গ্রেফতারকৃতআ আমির হামজা (৫২) উভয়ই সোনারগাঁয়ের কাঁচপুর মঞ্জিল খোলা এলাকার মানিক মিয়া বেপারীর ছেলে। নিহত জয়নাল আবেদীন তিন বিয়ে করেছিল। তবে কোন

স্ত্রীর সাথেই তার সংসার বেশী দিন স্থায়ী হয়নি। পরে জয়নাল আবেদীন চতুর্থ বিয়ে করেন। তার প্রথম স্ত্রীকে ছোট ভাই আমির হামজা (৫২) ফুসলিয়ে বিয়ে করেছিল। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ২৩ জানুয়ারি ২০০১ইং পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাই ভিকটিম জয়নাল আবেদীন তারই ছোট ভাই আমির হামজাকে বল্লমের আঘাতে নিহত হয়।

এঘটনায় ভিকটিম জয়নাল আবেদীন এর স্ত্রী বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আসামী আমির হামজা (৫২) এর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৫(১)২০০১, ধারা- ৩০২, পেনাল কোড-১৮৬০। 

উক্ত হত্যাকান্ডের পর হতে ২৭ মে ২০২৩ গ্রেফতারকৃত আসামী আমির হামজা কৌশলে আত্মগোপনে ছিল। আসামী আমির হামজা পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই গত বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ খ্রিঃ দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামী আমির হামজা (৫২)’কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। 

পরে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১র একটি চৌকস আভিযানিক  চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী আমির হামজা (৫২) এর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষচ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭