সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজালাল, শফিকুল ইসলাম, তাইজুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম আহমেদ, সোনারগাঁ ডিগ্রী কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক আল মামুন, থানা ছাত্রদের নেতা শাহাদাত হোসেন রনি, পৌর ছাত্রদল নেতা রনি, মাসুম, মোশারফ হোসেনসহ সোনারগাঁ থানা,পৌরসভা ও সোনারগাঁও ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলনের মুক্তির দাবি জানান তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন