দেলোয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ৯ মে, ২০২৩

দেলোয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ


স্টাফ রিপোর্টার:
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দেলোয়ার হোসেন প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেছেন জাপার নেতা সুমন প্রধান। 


গত সোমবার (৮ মে) তিনি পরিবারের নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছেন। 


অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৫ মে বিকেলে নবীগঞ্জে একটি মাদরাসায় পূর্বশত্রুতার জের ধরে অনুষ্ঠানের ভিতরে পেন্ডেলে যাওয়ার সময় হটাৎ আমার দাঁড়ি ধরে টান মেরে হুমকি দিয়ে দেলোয়ার চেয়ারম্যান বলে তোর হায়াত আর ২ দিন আছে তার পর তরে মেরে ফেলবো। এই ঘটনার পরে গত ৬ মে নারায়ণগঞ্জের একটি স্থানীয় পত্রিকায় হুমকির খবর ছাপা হয়। এরপর থেকেই আমি সহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।


সুমন জানান, এসব ঘটনার পর আমি বন্দর থানায় জীবনের নিরাপক্তা চেয়ে জিডি করতে গেলে আমাকে হয়রানী করে এবং কোন সহযোগীতা পাইনি। যার প্রেক্ষিতে গতকাল বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান ও পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭