মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে উক্ত বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা ও বার্ষিক দোয়া অনুষ্ঠিত হয়।
চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে, সহকারী শিক্ষক এ কে এম মোস্তফা কামাল ও শামীমা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান উল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ।
এসময় সম্মানিত অতিথি ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক কো-অপ্ট সদস্য মোঃ নাসির উদ্দিন প্রধান, অভিভাবক সদস্য গাজী সুমন, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ ইকবার হোসেন, ২নং ওয়ার্ড সদস্য রিপন মেম্বারসহ সকল ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন