সনমান্দীতে ইউনিয়ন আ'লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

সনমান্দীতে ইউনিয়ন আ'লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


মোঃ নুর নবী জনিঃ
-সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার বলেন,তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না,তখন যারা নির্যাতন,কষ্ট সহ্য করেছেন সেসব ত্যাগী নেতাকেই দলে নতুন কমিটিতে মূল্যায়ন করা হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও আ'লীগের সভাপতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আ'লীগ দলীয় মনোনয়নপত্র দিবেন বলে আশা ব্যক্ত করেন।



শনিবার বিকালে সনমান্দী ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আ'লীগ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



এসময় বিশেষ অতিথি সোনারগাঁও উপজেলা আ'লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন,

বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে ক্ষমতাসীন দলকে আরোও শক্তিশালী ও আবারও ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠন ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। বর্তমানে আ'লীগের বিভিন্ন ইউনিয়নে কর্মী সম্মেলন করে সোনারগাঁও আ'লীগকে একটি শক্তিশালী দল হিসেবে গঠন করতে পেরেছি।



এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল ইসলাম ভূঁইয়া।


সনমান্দী ইউনিয়ন আ'লীগের সভাপতি মোঃ ইসহাক মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাত।



বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক আলী হায়দার।



নারায়ণগঞ্জ জেলা আ'লীগের শিল্প বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা আ'লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,নাঃগঞ্জ জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বীরু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,পৌরসভা আ'লীগের সভাপতি পদপ্রার্থী এ্যাড.ফজলে রাব্বি।


এছারাও আরও উপস্থিত ছিলেন,পৌর মেয়র পদপ্রার্থী সগির আহম্মেদ ,বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি,উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুইয়ার সুযোগ্য পুত্র আহসান হাবিব টিপু, উপজেলা মহিলা আ'লীগের সভাপতি এ্যাড.নুর জাহান,মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু,সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, সোনারগাঁ উপজেলা আ'লীগ আহবায়ক কমিটির সাবেক সদস্য আশরাফুজ্জামান,উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদউদ্দীন চৌধুরী মন্জু, যুগ্ন সাঃ সম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন, নাঃগঞ্জ জেলা তাঁতি লীগের সহ-সভাপতি দেওয়ান কামাল, পিরোজপুর ইউপির মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ,পৌরসভা আ'লীগ নেতা মামুন আল ইসমাঈল,কবির হোসেন, বিল্লাল হোসেন, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির সুমন,আ'লীগ নেতা করিম আহম্মেদ, উপজেলা আওয়ামী চালকলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম সাগর,আ'লীগ নেতা হৃদয় প্রধানসহ আ'লীগ যুবলীগ ও ছাত্র লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭