মোঃ মোয়াশেল ভূইয়াঃ-নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া, বরুনা, নগরপাড়া, কামসাইর, ইছাখালী এলাকার হত দরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, তেল, আলু ও পিয়াজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২৭ জানুয়ারি শুক্রবার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ জায়েদ আলী ২ হাজার পরিবারের মাঝে এ খাদ্য বিতরণ করেন। এ নিয়ে কায়েতপাড়া ইউনিয়নে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
বিতরণী অনুষ্ঠানে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ওমর ফারুক ভুইয়া, ইউপি সদস্য আব্দুল মতিন, আলতাফ হোসেন, রাজিয়া সুলতানা, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল খান জয়, আওয়ামীলীগ নেতা মহিবুর রহমান, হাজী ফজলসহ কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন