বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ১০ অক্টোবর, ২০২২

বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন


বন্দর প্রতিনিধি:- 
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সোমবার (১০ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের নামে নামকরণ সেতুটি উদ্বোধন করেন তিনি।


তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন ঘোষণার পর সেতু দিয়ে হেঁটে পার হতে মানুষের ঢল নামে। বহুল প্রত্যাশিত সেতুটি চালু হওয়ায় সাধারণ মানুষ উচ্ছ্বসিত। এবং সাধারণ মানুষ সেতুর ওপর দিয়ে পায়ে হেঁটে পারাপার হতে থাকেন।


সৌদি উন্নয়ন তহবিল ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এক হাজার ২৫৩ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০৮ কোটি টাকা। ছয় লেনের সেতুটিতে নদীতে ৫টিসহ মোট ৩৮টি স্প্যান রয়েছে। সেতুটি চালুর ফলে দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট বিভাগের জেলাগুলোর যোগাযোগ সহজ হবে। এতে যানবাহনগুলো নারায়ণগঞ্জ শহরে প্রবেশ না করে মদনপুর হয়ে মুন্সীগঞ্জের মাওয়া দিয়ে পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চল যেতে পারবে। একইভাবে পদ্মা সেতু হয়ে আসা যানবাহনগুলো শীতলক্ষ্যা সেতু পার হয়ে মদনপুর দিয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলে যেতে পারবে। সেতুটি চালু হওয়ায় নদীর দুই পাড়ের মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্নের বাস্তবায়ন হওয়ায় পাড়ের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। সেতু নির্মাণ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।


সেতুটির টোল প্লাজা প্রান্তে ভিডিও কনফারেন্সের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭