বন্দরে মদ্যপানের পর মিশুক চালককে গলাকেটে হত্যা
বন্দর প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মিশুক চালক কায়েস হত্যা ঘটনায় মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে বন্দরের পদুঘর এলাকার মুক্তার হোসেনের ছেলে কাউছার, একই এলাকার সেলিমের ছেলে কামরুজ্জামান শিমুল ওরফে শ্যামল,দক্ষিণ কুল চরিত্র এলাকার রটজা গাজীর ছেলে ফাহিম ওরফে জিকো।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান,পূর্ব পরিকল্পিতভাবে মিশুকটি পদুঘর থেকে ভাড়া করে বন্দরের সাবদী ব্রিজের নিয়ে গিয়ে মদপান করে গ্রেফতারকৃতরা। এরপর কলাগাছিয়া ইউনিয়নের কান্দাপাড়া থেকে নরপদি গ্রামের পাকা রাস্তার পাশে কালবার্ট সংলগ্ন নূর মোস্তফার বালুর মাঠে নিয়ে যায়। সেখানে মিশুক চালক কায়েসকে হত্যা করে হাত-পা বেধে ঝোঁপের ভেতর ফেলে দেয়।
তিনি জানান হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে । বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন