সোনারগাঁয়ে আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন চেয়ারম্যান মাসুম
সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন উপজেলা আ'লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
মঙ্গলবার(৬ সেপ্টেম্বর)সকালে সাংগঠনিক পদ্ধতি অনুযায়ী তিনি এই দায়িত্ব গ্রহন করেন।
জানা যায়,সোনারগাঁ উপজেলা আ'লীগের সভাপতি এ্যাড.সামসুল ইসলাম ভুঁইয়া পারিবারিক কারণে আমেরিকায় চলে যাওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এ দায়িত্ব পান।
এ বিষয়ে উপজেলা আ'লীগের সভাপতি এ্যাড. সামসুল ইসলাম ভুঁইয়া বলেন,আমার ব্যাক্তিগত কারনে কিছুদিনের জন্য আমি দেশের বাইরে যাচ্ছি,
আমি ফিরে না আসা পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এবিষয়ে ইঞ্জিনিয়ার মাসুম বলেন,সভাপতির অনুপস্থিতিতে সহ-সভাপতি দায়িত্ব পালন করবেন এটা একটা সাংগঠনিক পদ্ধতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন