নাঃগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আ'লীগের মনোনীত প্রার্থী চন্দনশীল
আজকের সংবাদ ডেস্কঃ-আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ'লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আ'লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দনশীল।
শনিবার(১০ সেপ্টেম্বর) বাংলাদেশ আ'লীগের মনোনয়ন বোর্ডে এ সিদ্ধান্ত নেন,বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ মহানগর আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনিজাম ও ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সুজিত সরকার।গত ৪ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ছিলেন বাবু চন্দনশীল পরে জমা দিয়েছে ৭ সেপ্টেম্বর। তাঁর সাথে মনোনয়ন লড়াইয়ে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আ'লীগের সভাপতি আবদুল হাই,জেলা আ'লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো . শহীদ বাদল,মহানগর আ'লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ মোট ৭ জন।
তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর,মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন