জাতীয় পার্টির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়ার মৃত্যুতে এমপি খোকার শোক
আজকের সংবাদ ডেস্কঃ-জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া দীর্ঘদিন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার(১০ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৯:১৫ মিনিট মৃত্যু বরণ করেছেন ।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া'র মৃত্যুতে এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি।
এমপি খোকা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভুঁইয়া দেশ রক্ষার জন্য অকুতোভয় যুদ্ধো করেছেন, তিনি একজন আদর্শবান ভালো মানুষ ও জাতীয় পার্টির নিবেদিত প্রাণ ছিলেন। তিনি জাতীয় পার্টির সকল সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করতেন। জাতি হারালো একজন বীর সন্তানকে আর আমরা হারালাম একজন ত্যাগী নেতাকে ।
বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়ার মরদেহ আগামীকাল রোববার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২:০০ ঘটিকায় আনা হবে এবং বাদ জোহর নামাযের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানা যায়।
বীর মুক্তিযোদ্ধা ইসহাক মৃত্যুকালে স্ত্রী,১ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও গুনগ্ৰাহি রেখে গেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন