সোনারগাঁয়ে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মোঃনুর নবী জনিঃ--নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহির সভাপতিত্বে স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী বিষয়ে আলোকপাত করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,উপজেলা প্রকৌশলী আরজুরুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব,সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাতসহ সকল দপ্তরের কর্মকর্তা গন।
বক্তাগণ স্বাধীনতা অর্জনপরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে শেখ কামালের অবদানের কথা শ্রদ্ধার সাথে ফুল দিয়ে স্মরণ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন