বন্দরে আলীসারদিতে ব্যাবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ২২ জুলাই, ২০২২

বন্দরে আলীসারদিতে ব্যাবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট


বন্দরে আলীসারদিতে ব্যাবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট 


বন্দর প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের বন্দরে জুম্মার নামাযের সময় ব্যাবসায়ী কাজী মজনুর বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 


শুক্রবার (২২ ই জুন) বেলা দেড়টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীসারদি এলাকায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় বয়স্ক বৃদ্ধা সখিনা খাতুন (৭০) আহত অবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 


অভিযোগ ও ভুক্তভোগীসূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীসারদি এলাকার কাজী মজনুর বসত বাড়িতে দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে বসতঘরের মেইন গেইট, গাড়ীর গ্যারেজ, ও স্টিলের ড্রয়ার ভাঙচুর করে ড্রয়ারে থাকা ২ লক্ষ টাকা নিয়ে গেছে চুনাবুরা  এলাকার মৃত রবিউল মিয়ার ছেলে মো. রাসেদ (৪৫), হাকিম আলীর ছেলে হৃদয় (২৭), মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মফিজুল (৪৮) সহ অজ্ঞাত আরো ০৪/৫জন। 


এ সময় ভুক্তভোগীদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। 


এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭