একুশে বই মেলায় পাঠক প্রিয়তার শীর্ষে সাজিদুর রহমানের "জোছনাজলে পূন্য স্নান" - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ১৩ মার্চ, ২০২২

একুশে বই মেলায় পাঠক প্রিয়তার শীর্ষে সাজিদুর রহমানের "জোছনাজলে পূন্য স্নান"


একুশে বই মেলায় পাঠক প্রিয়তার শীর্ষে সাজিদুর রহমানের "জোছনাজলে পূন্য স্নান"


আজকের সংবাদ ডেক্সঃ সাহিত্য জগতের উদীয়মান উজ্জ্বল নক্ষত্র হিসেবে শিশু,যুবক,বৃদ্ধ সকল বয়সের পাঠকদের কাছে সুপরিচিত একটি নাম লেখক সাজেদুর রহমান। তিনি একাধারে একজন কবি, উপন্যাসিক, ছোট গল্পকার।এবারের অমর একুশে বই মেলায় তার নবম গ্রন্থ জোছনাজলে পূন্য স্নান প্রকাশিত হয়েছে। এটি মূলত একটি কাব্যগ্রন্থ। কবি লেখনির মাধ্যমে মানব মনের প্রেম,ভালোবাসা, বিরহ গভীরভাবে তুলে ধরেছেন। বিগত দিনে তিনি তার লেখালেখির মাধ্যমে পাঠকদের মাঝে লেখক হিসেবে জনপ্রিয়তা ও বিশেষ খ্যাতি লাভ করেছেন। তাঁর লেখা বইগুলো গনমাধ্যমেও জনপ্রিয়তা লাভ করেছে। এই বছর বই মেলাতেও সাজেদুর রহমানের লিখিত বইগুলো পাঠকেরা আগ্রহের সাথে ক্রয় করছেন। এবছর 

বইমেলাতে অয়ন প্রকাশনীর স্টলে কথা হয় বই মেলায় ঘুরতে আসা একজন তরুণ পাঠক রাসেদুল হাসান অভির সাথে। তিনি বলেন যে, লেখক সাজেদুর রহমানের "সীমান্তের গহীনে"উপন্যাসটি পড়ে তার লেখার প্রতি আমার আগ্রহ বেড়ে যায়,সেই ভালো লাগা থেকেই তার লেখা ৮টি বই আমি সংগ্রহ করেছি।আজ বই মেলায় এসে তার লেখা নবম বই "জোছনাজলে পূন্য স্নান" বইটি এই মাত্র সংগ্রহ করলাম।আশা করি তার লেখনীর মাধ্যমে পাঠকদের মনের খোরাক জোগাতে সচেষ্ট হবে।

অয়ন প্রকাশনী থেকে লেখক সাজেদুর রহমানের এবারের প্রকাশিত "জোছনাজলে পূন্য স্নান"বই সংগ্রহ করার সময় রুমানা ইসলাম নামের একজন বইপ্রেমী বলেন,সাজেদুর রহমানের লেখা

”টান" বইটি পড়ার পরে লেখকের লেখনীর প্রতি অন্যরকম ভাল লাগা তৈরী হয়। প্রতি বছর সাজেদুর রহমান এর গ্রন্থ প্রকাশের অপেক্ষায় থাকি। তিনি সহজ ও প্রাঞ্জল ভাষায় মানবজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। নারায়ণগঞ্জ থেকে বই মেলায় আগত মোঃ রাফসান বলেন, বর্তমানে সবাই অনলাইনে যুক্ত থাকায় বইয়ের প্রতি আগের মতো আগ্রহ দেখা যায় না। তাই কবি এবছর যে কাব্যগ্রন্থ রচনা করেছেন তার প্রতিটি কবিতাই 

অনুকাব্য। যা পাঠক সাদরে গ্রহণ করছেন। লেখকের ”টান” ছোট গল্পের বইটি বেশ কয়েকবার পড়েছি। তাঁর 

বইগুলো অত্যন্ত সহজ প্রাঞ্জল ভাষায় লিখা হয় বিধায় সকল বয়সের পাঠকেরা বইগুলো সহজে হৃদয়ঙ্গম করতে

পারে। 

সাজেদুর রহমানের দ্বিতীয় উপন্যাস হলো “ অতঃপর বসন্ত”। “ ভালোবাসার বাংলাদেশ” “ আমাদের 

প্রিয় পৃথিবী” এই দুইটি বই স্কুলে ভাল পরিচিতি লাভ করেছে। এ দুইটি সাধারণ জ্ঞানের বইয়ের মাধ্যমে 

শিক্ষার্থীরা বাংলাদেশ এবং বিশ্ব সম্পর্কে জানতে পারছেন। বর্তমান করোনা মহামারির মধ্যেও বইগুলো অনলাইনে 

rokomary.com এ ঘরে বসেই অর্ডার দিতে পারেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। ঢাকা বিশ্ব 

বিদ্যালয়ের প্রাণ রাসায়নের ছাত্র হয়েও সাহিত্যের প্রতি তার ছোট বেলা থেকে প্রবল আগ্রহ ছিল। তিনি বর্তমানে  অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে জেলা বিশেষ শাখা , ঢাকায় কর্মরত আছেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭