পিবিআই পুলিশের তৎপরতায় দেহ বিহীন নারীর মাথা উদ্ধারের রহস্য উদঘাটন
আজকের সংবাদ ডেক্সঃ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)এর চৌকসতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকার ফারিয়া গার্মেন্টের সামনের একটি ডোবা থেকে দেহবিহীন নারীর মাথা উদ্ধারের রহস্য উদঘাটন।
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারী)পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)মাথা উদ্ধারের টুকরো করা অংশ গুলো উদ্ধার করেন।
এর আগে গ্রেপ্তার করা হয় ঘাতক রাসেলকে,রাসেল রংপুর জেলার মিঠাপুকুর থানার ঝুমুরগঞ্জ গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নারায়ণগঞ্জ পিবিআই উপ পরিদর্শক (এসআই) শাকিল হোসেন বলেন, রাসেল তার স্ত্রীর দেহ কয়েক টুকরো করে ফ্রিজে রেখে পরে একে একে ওই ডোবাতে ফেলে। তখন রাসেল তার বাড়িওয়ালা সিরাজ খানকে জানান তার স্ত্রী তানজিনা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে। এরপর সে বাসা ছেড়ে চলে যায়। তিনি আরো জানান মাথাটি যে ডোবায় পাওয়া গেছে সেখানেই দেহ কয়েক টুকরো করে ফেলে দেয়া হয়েছে।
পিবিআই এর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, রাসেলের সঙ্গে তানজিনার প্রেম ছিল। পরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন। কিন্তু পরকীয়ার কারণে তাদের সংসারে কলহ দেখা দিলে গত ২৯ মার্চ ২০২১ইং তারিখে তানজিনাকে ঘরে থাকা বটি দিয়ে গলা কেটে ও শরীরের অংশগুলো টুকরো করে ফ্রিজে রেখে দেয় রাসেল। পরে ৪ঠা এপ্রিল বস্তাবন্দী করে সেগুলোও পাশের ডোবায় ফেলে দেয়। ঘটনার পর হত্যায় ব্যবহৃত বটি ও অন্যান্য সামগ্রী নিয়ে ওই বাড়ি থেকে চলে যান রাসেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন