সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে থানা পুলিশ।
পাভেলঃ-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২০ডিসেম্বর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ উচ্ছেদ অভিযান চলে। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এসব অবৈধ দোকান থেকে মাসে প্রায় কোটি টাকা চাঁদাবাজি হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মশিউর রহমান জানান যান চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়েছে।পরবর্তীতে যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য মনিটরিং করা হবে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আরো বলেন আমি যতদিন থাকবো থানায় কোন ফুটপাত বসতে দেয়া হবে না ফুটপাত থাকলে আমি থাকবো না আমি থাকলে ফুটপাত থাকবে না মহা সড়কে প্রতিবন্ধকতা মোকাবেলায় এমন অভিযান অব্যাহত থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন