সোনারগাঁয়ে ইউপি নির্বাচনে আচরণবিধি ভেঙ্গে প্রচার প্রচারনার অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

সোনারগাঁয়ে ইউপি নির্বাচনে আচরণবিধি ভেঙ্গে প্রচার প্রচারনার অভিযোগ



নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার জামপুর,বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা করার অভিযোগ উঠেছে। 


গতকাল সোমবার বিকেলে ওই ইউনিয়নের দলরদী ও জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় নির্বাচনী সভা করেন আওয়ামী লীগ প্রার্থী মাহবুবুর রহমান বাবুল ও হুমায়ুন কবির ভুইয়া সমর্থকরা।



উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,আগামী ২৮ নভেম্বর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচনী তফসিল মোতাবেক ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হওয়ার পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবেন। 


অথচ নির্ধারিত সময়ের আগেই ক্ষমতাসীন দলের প্রার্থী বাবুল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও সভা করেছেন।



এসময় সভায় বক্তব্য দিতে দেখা যায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড. শামসুল ইসলাম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বারদি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জহিরুল হক,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান। 


এ ছাড়াও উপজেলার জামপুর,বারদী,সাদিপুর, কাচঁপুর,নোয়াগাঁও ও শম্ভুপুরা ইউনিয়নেও ক্ষমতাসীন দলের ব্যানারে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি ভাংতে দেখা গেছে। এতে স্বতন্ত্র ও অন্যদলের প্রার্থীরা নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন।


বারদী ইউপি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দাইয়ান সরকার বলেন,সরকার দলীয় প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগেই যেভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন,তাতে নির্বাচন কেমন হবে তা নিয়ে উৎকণ্ঠায় আছি।


উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল ইসলাম ভুঁইয়া আচরণবিধি ভঙ্গের অভিযোগ অস্বীকার করে বলেন,তারা দলীয় প্রার্থীদের জন্য বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করছেন।


উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর রহমান জানান, নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার আগে দোয়া মাহফিলের নামে এভাবে প্রচারণা চালানো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এর সঙ্গ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭