কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


আজকের সংবাদ ডেস্কঃ কাঁচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে যানচলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রী সাধারণের চলাচলে ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা গাউসিয়া মার্কেট এলাকার দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 


বুধবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।


এসময় মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। 


জানা যায়,সরকারি জায়গা দখল করে ওই এলাকার সরকারদলীয় প্রভাবশালী চক্র বিভিন্ন দোকানপাট গড়ে তুলে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট হারে হকারদের কাছ থেকে ভাড়া আদায় করে আসছিল। এসব দোকান থেকে এককালীন ৩০ থেকে ৫০ হাজার টাকা অগ্রিম নিয়ে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করে থাকে।


কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, ভূলতা গাউসিয়া মার্কেটের দুই পাশে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঢাকা- সিলেট মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতেই এই আভিযান পরিচালনা করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুণরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য কাঁচপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রতি সপ্তাহে মনিটরিং করা হবে। মহাসড়কে প্রতিবন্ধকতা মোকাবেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭