সিদ্ধিরগঞ্জে র্যাব-১১র অভিযানে প্রচুর পরিমান ভেজাল পণ্যসহ এক ব্যাক্তি গ্রেফতার
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১র অভিযানে চালিয়ে প্রচুর পরিমান ভেজাল পণ্যসহ বাদল (৩৫)নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছেন।
র্যাব-১১র মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,
সোমবার(৬সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম পাইনাদি সাকিনস্থ ধনুহাজী রোড সংলগ্ন জনৈক মোঃ ইয়াসিন আরাফাত এর ভাড়াকৃত অর্ধ পাকা ঘরের ভিতর স্থাপিত কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় প্রচুর পরিমান ভেজালপণ্য খাদ্য ও নকল পানীয় ফ্রুটি জুস, শিশু খাদ্য, লিচি ড্রিংকস, চিপস, রোবট জুস, ভেজাল সয়াবিন তেল, আইস ললী ড্রিংস, গ্লাস ক্লিনার, হ্যান্ড ওয়াশ লিকুইডসহ বাদল (৩৫)’কে গ্রেফতার করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানা যায়,আটককৃত বাদল ভেজাল পণ্য ব্যবসার সাথে জড়িত,ভেজাল পণ্য, উৎপাদন, ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। অবৈধ ও ভেজাল দ্রব্যের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন