এমপি খোকার "আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা" টিমের ৫১তম লাশের দাফন
আজকের সংবাদ ডেস্কঃ এমপি খোকার আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা টিমের ৫১ তম লাশ দাফন সম্পন্ন।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদী গ্রামে সফর পাগলা(৬২) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করায় এমপি খোকার নির্দেশে তার গঠিত আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা টিম লাশ দাফন করেন।
উল্লেখ্য,সফর পাগলা গত ৫ই আগষ্ট করোনায় আক্রান্ত হলে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সাংসদ ও জাতীয় পার্টি'র প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা'র নির্দেশে "আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা''র সেচ্ছাসেবীদের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত ৭দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃ্হস্পতিবার ভোরে মৃত্যু বরন করেন।এ খবর পেয়ে সাংসদ খোকার গঠিত "আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা"সেচ্ছাসেবীরা এমপি খোকার নির্দেশে করোনায় মৃত সফর পাগলার লাশ দাফন সম্পন্ন করেন।
এসময় সন্মুখ সারীর করোনা যোদ্ধা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি'র কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান বাবু উপস্থিত থেকে লাশ দাফনেট বিভিন্ন দিকনির্দেশনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
উল্লেখ্য," আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা" টীম এ পর্যন্ত ৫১ জন করোনায় মৃতদের লাশ দাফন সম্পন্ন করেন।
লাশ দাফন কালে উপস্থিত ছিলেন "আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা"টীমের বিভিন্ন সেচ্ছাসেবী সদস্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন