মহামারি করোনার প্রভাবে আয় শূন্য হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ
আজকের সংবাদ ডেক্সঃ মহামারি করোনার প্রভাবে আয় শূন্য হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কাজ না পেয়ে পথে পথে ভিক্ষা করছেন হতদরিদ্ররা। তারা এখন গ্রাম থেকে শহরমুখী হচ্ছেন ভিক্ষাবৃত্তিতে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় তুলনামূলক ভিক্ষুক বেড়েছে। পথে পথে থালা ও হাত পেতে বসেছেন ভিক্ষার আশায়।
জানা গেছ, বিভিন্ন পেশার শ্রমিকরা কাজ না পেয়ে এখন ভিক্ষা করছেন। আগে যেসব নারী গৃহশ্রমিকের কাজ করতেন, তারাও এখন কাজ হারিয়ে ভিক্ষা করছেন।
সরেজমিনে ঘুড়ে দেখা যায়,সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে,মোগরাপাড়া চৌরাস্তা,পানাম, উদ্বোবগঞ্জ,বৈদ্যোর বাজার, বারদী,নয়াপুর,কাঁচপুর বাজার এলাকায় অন্তত পাঁচ শতাধিক ভিক্ষুক দেখা গেছে। এদের মধ্যে মধ্যবয়সী নারীর পোশাক আশাক দেখেও কিছুটা আঁচ করা যায় যে তারা এর আগে রাস্তায় নামেননি, তারা পেশাদারও ভিক্ষুক নন। শ্রমজীবী এসব নারী বিভিন্ন ধরনের কাজের সঙ্গেই সম্পৃক্ত ছিলেন। অনেকটা সামাজিক মর্যাদা নিয়েই তারা জীবন-যাপন করতেন। কিন্তু সময়ের ফেরে এখন তাদের পথে নামতে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আজকের সংবাদ ডটকমকে জানান, করোনার আগে অন্তত ১৫ বছর মানুষের বাসা বাড়িতে কাজ করেছি। এমন পরিস্থতিতে কখনো পড়তে হয়নি। করোনার পর থেকে মানুষ কাজ দেয় না। তিন বাচ্চা নিয়ে সংসার চালাতে অনেক কষ্ট করতে হচ্ছে। তাই বাধ্য হয়ে এ পথে এসেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন