সড়ক দুর্ঘটনায় ৩ সবজি ব্যাবসায়ী নিহত - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ১ মে, ২০২১

সড়ক দুর্ঘটনায় ৩ সবজি ব্যাবসায়ী নিহত


সড়ক দুর্ঘটনায় ৩ সবজি ব্যাবসায়ী নিহত


আজকের সংবাদ ডেক্সঃ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কবির হোসেন (৩৫),আমির হোসেন (৪৪) ও আল-আমিন (৩৭) নামের তিন সবজি বিক্রেতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এসময় পিকআপ ভ্যানে থাকা আরও ২জন আহত হয়। 


শনিবার ভোরে দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, শনিবার ভোরে উপজেলার দঁড়িকান্দি এলাকার খালেকের ছেলে কবির হোসেন,নাজিরপুর এলাকার ইয়ানুসের ছেলে আমির হোসেন ও ঠোটালিয়া এলাকার আল আমিনসহ ৫ জন সবজি বিক্রেতা সবজি ভর্তি পিকআপ ভ্যান নিয়ে ঢাকার যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হন। পরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চট্রগ্রাম মুখী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এসময় পিকআপ ভ্যানে থাকা ২জন ঘটনাস্থলেই নিহত হয় এবং আরও ৩জনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। বাকী ২জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘাতক কাভার্ডভ্যান ও চালক পালিয়ে গেলেও তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলে জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭