মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর
আজকের সংবাদ ডেক্সঃ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ডে পাঠানো আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে,রোববার (১৮ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে গ্রেপ্তার করা হয় মামুনুল হককে।
মোহাম্মদপুর এলাকায় ভাঙচুরের একটি মামলায় মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। এছাড়াও তার বিরুদ্ধে আরও ১৭টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশিদ এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিলো,পাশাপাশি ২০২০ সালে মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর নাশকতার মামলা তদন্ত করা হচ্ছিল। তদন্তে ওই ঘটনায় সুস্পষ্ট সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন