সোনারগাঁ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

সোনারগাঁ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত


সোনারগাঁ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৮ই মার্চ) বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ওসি তদন্ত তাবিদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ)টি.এম.মোশাররফ হোসেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁ থানার ওসি অপারেশন মোঃসাইদুজ্জামান, সেকেন্ড অফিসার ইয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি,সোনারগাঁ থানার এস আই বোরহান দর্জি,এস আই শরীফুল ইসলাম,সোনারগাঁ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক,স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের গন্যমান্যা ব্যক্তি বর্গসহ থানার অন্যান্য অফিসারবৃন্দ।

পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, "পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপষ নেই।" মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, "মাদক ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সহযোগিতা করা হবে। মাদক গ্রহণ করে ফিলিংস করে অনেকে। সুস্থ্য ও স্বাভাবিক থাকার চেয়ে ভাল ফিলিংস কি হতে পারে! মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে।" 

এছাড়াও সভায় মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি,বাল্যবিবাহ সহ আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয়ে জনসচেতনতা তৈরি ও জবাবদিহি নিশ্চিত করতে পুলিশের ভূমিকা তুলে ধরা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭