সাংবাদিকদের মাঝে ইঞ্জিনিয়ার মাসুমের ঈদ উপহার বিতরণ
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এ সময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানান মাসুম বলেন, প্রবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি । করোনার মহামারিতে সাংবাদিক পেশা কঠিন থেকে আরোও কঠিন হয়ে পড়েছে। সাংবাদিকরা সাহস নিয়ে এই মহামারিতে সামনে থেকে দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে এজন্য সকল সাংবাদিকদের সাধুবাদ জানাই।
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিকদের মাঝে তার নিজস্ব অর্থায়নে উপহার হিসেবে চাল,ডাল,সেমাই,আটা, লবন,চিনি,তেল, দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন।
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস ছাত্তার প্রধান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো সহ দুর্দিনে সাংবাদিকদের কথা মনে রেখে তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন