সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি কোম্পানীকে ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা। - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি কোম্পানীকে ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা।


সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি কোম্পানীকে ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে একটি খাবার প্রস্তুতকারী ও একটি প্লাস্টিক কোম্পানীকে ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।





শনিবার(২৫এপ্রিল)দুপুরে উপজেলা সরকারী কমিশনার (ভুমি) আল মামুন এ অভিযান পরিচালনা করেন।





সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল মামুন আজকের সংবাদ ডটকমকে জানান,শনিবার দুপুরে উপজেলার জামপুর এলাকার মেসার্স আরাবি ফুড প্রোডাক্টস কে অনুমোদন বিহীন ও ঝুঁকিপূর্ণ পরিবেশে TANGO (TANG) ও STRONG সফট ড্রিংকিং পাউডার উৎপাদন করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১, ৪২ ও ৫০ ধারায় ২লাখ টাকা ও পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর নিউ টাউন এলাকায় মেসার্স সারা এন্টারপ্রাইজকে স্বাস্থ্য বিধি না মেনে কারখানা খোলা রাখায় সংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইনের ২০১৮ এর ২৫(২) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে।





অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন সাংবাদিকদের বলেন,অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে। যাতে করে ভোক্তাদের ভেজাল খাদ্য পরিবেশন করতে না পারে সে ব্যাপারে আমরা কঠোর ভাবে মনিটরিং করবো। 
সোনারগাঁবাসী ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকে সাধুবাদ জানান,আগামীতেও অভিযান অব্যাহত থাকে সে ব্যাপারে নজর রাখতে প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তারা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭