করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ায় আশপাশের এলাকা লকডাউন -এসিলেন্ড আল মামুন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় আব্দুর রহিম নামে এক ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আশপাশের বাড়ি লকডাউন করেছেন উপজেলা কমিশনার ভূমি আল-মামুন।
মঙ্গলবার(২২এপ্রিল)ওই বাড়ি সহ আশপাশের কয়েকটি পরিবারকে লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল মামুন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল মামুন জানান,উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার আব্দুর রহিম নামের ওই ব্যক্তি গত শনিবার থেকে জ্বর, সর্দি ও ঠান্ডাজনিত রোগে শনিবার নমুনা পরীক্ষা দিয়ে আসার পর রোববার সকালে সে করোনা উপসর্গ নিয়ে মারা যায় এবং গতকাল রাতে তার নমুনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় আজ তার বাড়ি সহ আশপাশের বাড়িতে লকডাউন করা হয়। অন্যদিকে বন্দেরা গ্রামের একটি বাড়ি কে লকডাউন করা হয়েছে।
তিনি আরো বলেন,ওই ব্যক্তি নমুনা পজিটিভ আসার পর ওই বাড়ীসহ আশপাশের কয়েকটি বাড়ির লোকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন সোনারগাঁয়ের করোনার পরিস্থিতি অবনতি হচ্ছে। সচেতন না হওয়ার কারনে এ করোনা ছড়িয়ে পড়ছে। সকলে সাবধান ও সচেতন হয়ে ঘরে থাকুন। না হলে সোনারগাঁওয়ে ভয়াবহতার রূপ দেখতে হবে।
এসময় স্থানীয়রা এসিল্যান্ড আল মামুনের পদক্ষেপকে স্বাগতম জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন