মেলার শেষ প্রান্তেও এসেও জমে ওঠেনি সোনারগাঁ লোকজ ও কারুশিল্প মেলা।
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ তথা বাংলাদেশের ঐতিহ্য লোক ও কারুশিল্প মেলা। শীতকালীন এই মেলা প্রতিবছর ১৪ জানুয়ারি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত চলে।পর্যটন মৌসুমে মেলা হওয়ায় ভ্রমন পিপাসু পর্যটক ও এলাকার মানুষের বিনোদনের টনিক হিসেবে কাজ করে এ মেলা। কিন্তু মেলার ২৩দিন অতিবাহিত হলেও তেমন জমে উঠেনি মেলা। সরেজমিনে গিয়ে দর্শনার্থী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়,কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্হাপনার অভিযোগ এনে ব্যবসায়ী ও পর্যটকরা বলেন, কর্তৃপক্ষের অবহেলা ও নেতিবাচক সিদ্ধান্তের কারনে এবারের মেলা অন্যান্য বছরের তুলনায় নিজস্ব স্বকীয়তা হারিয়েছে। এক প্রশ্নের জবাবে তারা বলেন, কর্তৃপক্ষের কিছু নেতিবাচক পদক্ষেপ মেলা না জমার কারন যেমন প্রবেশ মুল্য বৃদ্ধি,পর্যাপ্ত সাজসজ্জা ও আলোর অভাব,নিরাপত্তার অভাব,মেলার প্রতিদিনের সমাপ্তী রাত ১০টার পরিবর্তে রাত ৮টা নির্ধারণ করা ইত্যাদি। মেলায় পর্যাপ্ত আলো না থাকায় কিছুদিন আগে কম্পাউন্ডের ভিতরে ছিনতাই এর ঘটনাও ঘটেছে বলে জানান। মেলা উপলক্ষে প্রতিবছর যাদুঘরের ১নং গেইট থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ প্রশাসনিক ভবন পর্যন্ত রঙিন আলোক সজ্জা করা হয় কিন্ত এবার তা করা হয়নি। মেলার অব্যবস্হাপনায় ব্যবসায়ীরা কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ ও ক্ষোভ জানিয়েছেন। মেলায় ঘুরে অধিকাংশ ষ্টলই ক্রেতাশুন্য দেখা গেছে। ব্যবসায়ীরা আক্ষেপ করে বলেন এবার মেলার ব্যবসায় লাভ তো দুরের কথা চালানও নিয়ে যেতে পারব না।
এ ব্যাপারে লোক ও কারুশিল্প যাদুঘরের পরিচালক আহমেদ উল্লাহ বলেন,মেলার এতো দিন অতিবাহিত হল কেউ কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ শোনার পর ব্যবস্হা নিবেন বলে আশ্বস্ত করেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন