সোনারগাঁয়ে আইডিয়াল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান
তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকায় অবস্থিত আইডিয়াল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও একাদশ শ্রেণির নবীন বরণ উপলক্ষে দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৩টার দিকে বাড়িমজলিশ বালুর মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিদর্শক নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. হাসিবুল হাসান, সহ-সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফা কামাল, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ ও সাবেক চেয়ারম্যান সাহাবউদিদন সাবু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আইডিয়াল স্কুল এন্ড কলেজের গভণিং বডির সভাপতি মো. শামীম রেজা।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন