সোনারগাঁয়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০১৯ পালিত হয় - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

সোনারগাঁয়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০১৯ পালিত হয়


সোনারগাঁয়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০১৯ পালিত হয়।





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ উপজেলা প্রশাসনের নানা আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০১৯ পালিত হয়।

এ উপলক্ষে রোববার(০৬ অক্টোবর)সকালে সোনারগাঁ উপজেলা সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।





দিবসটির এবারের প্রতিপাদ্য “জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নে দায়িত্ব সবার”। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিক অধিকার রক্ষায় জন্মনিবন্ধন শিশুর প্রথম দলিল। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্মনিবন্ধন নিশ্চিত করতে হবে। স্কুলে ভর্তি, টিকা গ্রহণ, ব্যাংকে অ্যাকাউন্ট খোলাসহ ১৮টির মতো গুরুত্বপূর্ণ সেবা নিতে জন্ম সনদ লাগে। এছাড়া এসডিজি’র লক্ষ্য পূরণের সাথেও জন্মনিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বক্তারা স্বাস্থ্য কর্মী ও অভিভাবকদের শিশুর জন্মনিবন্ধন করার বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।





অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সোনারগাঁ সহকারী কমিশনার (ভুমি)নাজমুল হোসাইন।
এর আগে দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিন হয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭